Bagichay Bulbuli Tui Song Download - Sanzida Mahmood Nandita, Rituraj Baidya

Bagichay Bulbuli Tui

Singer: Sanzida Mahmood Nandita, Rituraj Baidya

Lyric: Syed Gousul Alam

Music: Shuvendu Das Shuvo

Category: Bengali Mp3 Songs

Duration: 05:46 Min

Added On: 29, Oct 2024

Download: 287+

Bagichay Bulbuli Tui Lyrics In Bengali




বাগিচায় বুলবুলি তুই

ফুল শাখাতে দিসনে আজই দোল

আজো তার ফুল কলিদের ঘুম টুটেনি

তন্দ্রাতে বিলোল


বাগিচায় বুলবুলি তুই

ফুল শাখাতে দিসনে আজই দোল

আজো তার ফুল কলিদের ঘুম টুটেনি

তন্দ্রাতে বিলোল


আজো হায় রিক্ত শাখায় উত্তরী বায়

ঝুরছে নিশিদিন

আজো হায় রিক্ত শাখায় উত্তরী বায়

ঝুরছে নিশিদিন


আসেনি দখনে হাওয়া গজল গাওয়া

মৌমাছি বিভোল

আসেনি দখনে হাওয়া গজল গাওয়া


মৌমাছি বিভোল

বাগিচায় বুলবুলি তুই

ফুল শাখাতে দিসনে আজই দোল


কবে সে ফুল কুমারী

ঘোমটা চিরি আসবে বাহিরে

কবে সে ফুল কুমারী

ঘোমটা চিরি আসবে বাহিরে


শিশিরের স্পর্শসুখে ভাঙবে রে ঘুম

রাঙবে রে কপোল

শিশিরের স্পর্শসুখে ভাঙবে রে ঘুম

রাঙবে রে কপোল


বাগিচায় বুলবুলি তুই

ফুল শাখাতে দিসনে আজই দোল


দোল দোল দোল দিয়েছি

ঘুম ভেঙেছে কই?

ফাগুন এসে ডাক দিয়ে যায়

ওঠ লো এবার সই


দোল দোল দোল দিয়েছি

ঘুম ভেঙেছে কই

ফাগুন এসে ডাক দিয়ে যায়

ওঠ লো এবার সই


ভাঙাবোই ঘুম তোর

আশাতে নেশাতে না জেগে জেগে রই

দখিনা এলো ওই

ওলিরা পাখিরা তোমারই প্রেমেতে রই


ওঠ ওঠ ওঠ লো রে সই

ফাগুন এলো ওই

দখিন হাওয়া ডাক দিয়ে যায়

মনের মানুষ কই


ওঠ ওঠ ওঠ লো রে সই

ফাগুন এলো ওই

দখিন হাওয়া ডাক দিয়ে যায়

মনের মানুষ কই