Ogo Tomar Akash Duti Chokhe Song Download - Mahtim Shakib

Ogo Tomar Akash Duti Chokhe

Singer: Mahtim Shakib

Music: Tasnuv Nawal Rahman

Category: Bengali Mp3 Songs

Duration: 04:04 Min

Added On: 28, Oct 2024

Download: 107+

Ogo Tomar Akash Duti Chokhe Lyrics




ওগো তোমার আকাশ দুটি চোখে,

আমি হয়ে গেছি তাঁরা

ওগো তোমার আকাশ দুটি চোখে,

আমি হয়ে গেছি তাঁরা


এই জীবন ছিল,

নদীর মতো গতিহারা

এই জীবন ছিল,

নদীর মতো গতিহারা দিশাহারা


ওগো তোমার আকাশ দুটি চোখে,

আমি হয়ে গেছি তাঁরা

ওগো তোমার আকাশ দুটি চোখে,

আমি হয়ে গেছি তাঁরা


আগে ছিল শুধু পরিচয়,

পরে হলো মন বিনিময়

আগে ছিল শুধু পরিচয়,

পরে হলো মন বিনিময়


শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়,

শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়


আজ যখনই ডাকি,

জানি তুমি দিবে সাড়া

এই জীবন ছিলো,

নদীর মতো গতিহারা দিশাহারা


ওগো তোমার আকাশ দুটি চোখে,

আমি হয়ে গেছি তাঁরা

ওগো তোমার আকাশ দুটি চোখে,

আমি হয়ে গেছি তাঁরা।


গানে নতুন করে এলো সুর,

এ যেন আগের চেয়ে সুমধুর

গানে নতুন করে এলো সুর,

এ যেন আগের চেয়ে সুমধুর


নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর,

নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর


বয়ে চলেছে যে তাই,

ভালবাসার একধারা

এই জীবন ছিলো,

নদীর মতো গতিহারা দিশাহারা


ওগো তোমার আকাশ দুটি চোখে,

আমি হয়ে গেছি তাঁরা

ওগো তোমার আকাশ দুটি চোখে,

আমি হয়ে গেছি তাঁরা